কমিউনিটি ব্যাংকে ইসলামিক ব্যাংকিংবিষয়ক প্রশিক্ষণ চালু

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি আনুষ্ঠানিকভাবে ‘ইসলামিক ব্যাংকিং এবং শরিয়াহসম্মত অর্থায়ন (আইবিসিএসএফ)’ শীর্ষক একটি সার্টিফিকেট কোর্স চালু করেছে। এ উপলক্ষে সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশের ডিআইজি (অ্যাডমিন) কাজী মো. ফজলুল করিম এ উদ্যোগ ও এর দীর্ঘমেয়াদি তাৎপর্যের প্রশংসা করেন। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত অন্তর্ভুক্তিমূলক ও নীতিগত আর্থিক পরিষেবার প্রতি ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আফতাব উদ্দিন ১০ দিনের প্রশিক্ষণ কোর্সের প্রথম অধিবেশনে নেতৃত্ব দেন।