South east bank ad

বাটা সুর আয় ও নিট মুনাফা কমেছে

 প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বাটা সুর আয় ও নিট মুনাফা কমেছে

চামড়া খাতের বহুজাতিক বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আয় কমেছে। আয় কমার পাশাপাশি আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে প্রায় ২৭ শতাংশ। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে বাটা সুর আয় হয়েছে ৫১৭ কোটি ৬৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫৪২ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ৪ দশমিক ৭৫ শতাংশ। আলোচ্য সময়ে বাটা সুর কর-পরবর্তী মুনাফা হয়েছে ২৭ কোটি ১৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৭ কোটি ১৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২৬ দশমিক ৮৩ শতাংশ। প্রথমার্ধে বাটা সুর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৭ টাকা ১৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৯ টাকা ৬০ পয়সায়।

আর্থিক ফলাফল ও ব্যবসায়িক কার্যক্রমের বিষয়ে কোম্পানিটি জানিয়েছে, চলতি হিসাব বছরের শুরুতে প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ঈদ মৌসুমের কারণে ইতিবাচকভাবে বছর শুরু করে বাটা। তবে দ্বিতীয় প্রান্তিকে অপ্রত্যাশিত কিছু ঘটনার কারণে কোম্পানিটির কার্যক্রম পরিচালনায় বাধা তৈরি হয়। দেশের কয়েকটি আউটলেটে ভাংচুরের ঘটনায় ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব পড়ে আর্থিক ফলাফলে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ও ৩৪০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরের বাটা সুর ইপিএস হয়েছে ২১ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ টাকা ৩১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২০ টাকা ২২ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বাটা সুর ইপিএস হয়েছে ২৯ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ টাকা ৯৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩৭ টাকা ৯৩ পয়সায়।

১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাটা সুর অনুমোদিত মূলধন ২০ কোটি ও পরিশোধিত মূলধন ১৩ কোটি ৬৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২৮০ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার।

এর ৭০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৩৬, বিদেশী বিনিয়োগকারী ১ দশমিক ১১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৯ দশমিক ৫৩ শতাংশ শেয়ার রয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: