South east bank ad

পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালসকে ডিস্ট্রিবিউটর চ্যানেল ফাইন্যান্সিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

 প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালসকে ডিস্ট্রিবিউটর চ্যানেল ফাইন্যান্সিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের সহজ ও সুবিধাজনক ফাইন্যান্সিং সল্যুশন দেওয়ার লক্ষ্যে ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। 

এই চুক্তির অধীনে পিডিলাইটের ডিস্ট্রিবিউটররা ব্র্যাক ব্যাংক থেকে সহজ শর্তে টার্ম লোন নিতে পারবেন, যা তাদের ব্যবসায়িক কার্যক্রমকে করবে আরো সহজ ও নির্বিঘ্ন।

এই উদ্যোগের ফলে পিডিলাইটের ডিলার ও ডিস্ট্রিবিউটররা বিশেষভাবে উপকৃত হবে। কারণ, এখন থেকে তারা ব্র্যাক ব্যাংকের কাছ থেকে তাদের প্রয়োজনীয় ওয়ার্কিং ক্যাপিটালের যোগান পাবে।

এই চুক্তির অধীনে পিডিলাইটের ডিস্ট্রিবিউটররা ব্র্যাক ব্যাংক থেকে জামানতসহ এবং জামানতবিহীন— উভয় প্রকার ঋণ সুবিধাই গ্রহণ করতে পারবেন। এছাড়াও, তারা ব্যাংকটির কর্পোরেট ব্যাংকিংয়ের আধুনিক ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করে দ্রুত ও সহজেই পেমেন্ট ট্রান্সফার করতে পারবেন। 

৯ ফেব্রুয়ারি ২০২৫ পিডিলাইটের অফিসে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালসের কান্ট্রি ম্যানেজার অ্যান্ড ডিরেক্টর মৈনাক দত্ত এবং ব্র্যাক ব্যাংক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন। 

এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক কর্পোরেট ব্যাংকিংয়ের এরিয়া হেড খালেদ আল ফেসানি, হেড অব ইমার্জিং কর্পোরেট ইন্দ্রজিৎ সুর, এসএমই ব্যাংকিংয়ের হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) আলমগীর হোসাইন এবং পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালসের চিফ অব ফাইন্যান্স শেখ আব্দুল মোমেন এফসিএ এবং ম্যানেজার অব ট্রেজারি মোহাম্মদ রেজাউল কবির। 

এই চুক্তির মাধ্যমে পিডিলাইটের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরো শক্তিশালী হওয়ার পাশাপাশি বাংলাদেশের অ্যাডেসিভ মার্কেটে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধিও অর্জিত হবে।



BBS cable ad

ব্যাংক এর আরও খবর: