উদ্ভাবনী ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য কোরাস রিইনভেনশন অ্যাওয়ার্ডে গোল্ড অ্যাওয়ার্ড পেলো ব্র্যাক ব্যাংক

কোরাস রিইনভেনশন অ্যাওয়ার্ড ২০২৫ -এ ডিজিটাল ব্যাংকিংয়ের উদ্ভাবনী সেবার জন্য স্বর্ণপদক পেয়েছে ব্র্যাক ব্যাংক। ডিজিটাইজেশনের মাধ্যমে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আর্থিক খাত ও মার্কেটে প্রবেশাধিকার আরও সহজ করার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক গেটস
ফাউন্ডেশনের সাথে যৌথভাবে পরিবর্তনমূলক উদ্যোগের
মাধ্যমে নারীদের জন্য ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণে
অসামান্য অবদান রাখায় এই আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে ব্যাংকটি। পুরস্কারটি
প্রযুক্তি এবং কৌশলগত সহযোগিতার মাধ্যমে আর্থিক ক্ষমতায়ন বৃদ্ধির ব্যাপারে ব্র্যাক
ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
গত ১৯ ফেব্রুয়ারি থাইল্যান্ডের
ব্যাংককে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘ডিস্ট্রিবিউশন’ ক্যাটাগরিতে এই গোল্ড
অ্যাওয়ার্ড গ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের হেড অব ইমার্জিং
কর্পোরেট ইন্দ্রজিৎ সুর এবং হেড এসএমই বিজনেস সাপোর্ট মহসিনুর রহমান। আন্তর্জাতিক
অঙ্গনে এই গোল্ড অ্যাওয়ার্ড জয় ব্যাংকিং এক্সেলেন্স এবং উদ্ভাবনে গ্লোবাল
লিডার হিসেবে ব্র্যাক ব্যাংকের অবস্থানকে আরও
শক্তিশালী করেছে।
গেটস
ফাউন্ডেশনের সহযোগিতায় ‘ট্রান্সফরমেটিভ জার্নি
টুওয়ার্ডস ফাইন্যান্সিয়াল অ্যান্ড ডিজিটাল ইনক্লুশন ফর দ্য আন্ডারসার্ভড পপুলেশন’ শীর্ষক এই
উদ্যোগের লক্ষ্য হলো নারী এবং প্রান্তিক অঞ্চলের
মানুষদের ক্ষমতায়ন।
এই উদ্যোগে নারী
মালিকানাধীন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের জন্য আরও ভালো সুযোগ-সুবিধা তৈরি, ডিজিটাল সল্যুশনের মাধ্যমে
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয়
ব্যাংকিং সেবা নিশ্চিত করা এবং নারী এসএমইদের জন্য
উদ্যোক্তা দক্ষতা, আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি
নিয়ে কাজ করা হয়।
সম্মাননার অংশ হিসেবে খরাপ্রবণ
এলাকায় ব্র্যাক ব্যাংকের নামে একটি বৃক্ষ রোপণের মাধ্যমে টেকসইতার প্রতি নিজেদের দৃঢ়
প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরেছে কোরাস। পরিবেশের প্রতি এটি ব্র্যাক ব্যাংক ও কোরাসের
সম-মূল্যবোধ ও প্রতিশ্রুতির উদাহরণ।
কোরাস
রিইনভেনশন অ্যাওয়ার্ডটি হলো কোরাস-ইনফোসিস ফিনাকল ব্যাংকিং ইনোভেশন
অ্যাওয়ার্ডের অংশ, যা ব্যাংকিং ও আর্থিক সেবার শ্রেষ্ঠত্ব উদ্যাপন করে থাকে। এই সম্মাননা অর্জনের
মধ্য দিয়ে ব্র্যাক ব্যাংক আধুনিক ও দূরদর্শী সল্যুশন এবং অন্তর্ভুক্তিমূলক
প্রবৃদ্ধিযাত্রায় ব্যাংকটির শীর্ষস্থান বজায় রেখেছে।