শিরোনাম

South east bank ad

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন এমডি শাফিউজ্জামান

 প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন এমডি শাফিউজ্জামান

সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শাফিউজ্জামান। গতকাল তিনি ব্যাংকে যোগদান করেছেন। ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শাফিউজ্জামান ব্যাংক এশিয়ায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ব্যাংকিং ও আর্থিক খাতে ৩১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন শাফিউজ্জামান ১৪ বছর তিনি ঢাকার বিভিন্ন শাখার প্রধান এবং ১০ বছর প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি ব্যাংক খাতের আধুনিকীকরণ ও সৃজনশীল সেবাপণ্য উদ্ভাবনে অনন্য ভূমিকা রেখেছেন এবং তার গতিশীল নেতৃত্ব ব্যাংক খাতে প্রশংসিত হয়েছে।

শাফিউজ্জামান ১৯৯৪ সালে তার পেশাগত জীবন শুরু করেন ইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেডে (বর্তমানে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড) এক্সিকিউটিভ হিসেবে। এরপর তিনি ওয়ান ব্যাংক পিএলসিতে ১৪ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং গতিশীল নেতৃত্ব, মার্কেটিং, ঝুঁকি ব্যবস্থাপনা, অ্যাসেট ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক অপারেশনে বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: