শিরোনাম

South east bank ad

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

শেষ পর্যন্ত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে সরতে হলো। তাকে তিন মাসের জন্য ছুটি দেওয়া হলো।
যা আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। এ সময়ে ইসলাম ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান।

রোববার (৬ এপ্রিল) ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৫৯তম সভায় এই সিদ্ধান্ত হয়।

বোর্ড সূত্রে জানা যায়, এমডির অনিয়ম তুলে ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। চট্টগ্রামের বহুল আলোচিত ব্যবসায়ী এস আলমের ঋণসংক্রান্ত অনিয়মে সংশ্লিষ্টতা পাওয়ার কারণে মুনিরুল মওলার বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেখ হাসিনার পতনের পর রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ২০১৭ সাল থেকে ব্যাংকটি এস আলমের মালিকানাধীন গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। নতুন পর্ষদ গঠনের পর অনিয়ম খুঁজতে চারটি নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করা হয়।

ইসলামী ব্যাংকের একটি সূত্র জানায়, নিরীক্ষায় এস আলম–সংশ্লিষ্ট প্রায় ১ লাখ কোটি টাকার ঋণে অনিয়মের তথ্য বের হয়। এমডি মুহাম্মদ মুনিরুল মওলার জ্ঞাতসারে এত বড় ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে। এর ফলে পরিচালনা পর্ষদের সভায় এমডিকে তিন মাসের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। এ ছাড়া ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী তাকে যেন অপসারণ করে, এ জন্য বাংলাদেশ ব্যাংককে তার অনিয়মের তথ্য তুলে ধরে চিঠি দেবে ইসলামী ব্যাংক।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: