ব্র্যাক ব্যাংকের ১০০ কর্মকর্তাকে ব্যাংকান্স্যুরেন্স সার্টিফিকেট দিল বিআইএ

বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির (বিআইএ) ব্যাংকান্স্যুরেন্সবিষয়ক প্রশিক্ষণ শেষ করেছেন ব্র্যাক ব্যাংকের ১০০ কর্মকর্তা। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর মহাখালীতে একাডেমি ভবনে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ন্যাশনাল সেলস জসিম উদ্দিন চৌধুরী এবং প্রগতি ট্রেনিং ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও অধ্যক্ষ শাহরিয়ার ওমর ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএর চিফ ফ্যাকাল্টি মেম্বার এসএম ইব্রাহিম হোসেন, এসিআইআই।