এসবিএসি ব্যাংকের ১২তম বর্ষপূর্তি উদযাপন

এসবিএসি ব্যাংক পিএলসি.-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে কেক কেটে উদযাপন করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হেলালউদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার এফসিএমএ, ব্যাংকের পরিচালক মোহাম্মদ আইয়ুব, হাফিজুর রহমান বাবু, মোহাম্মদ মাহবুবুর রহমান ও মুশফিকুর রহমান এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া।
এসময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রবিউল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া ও মোঃ নাজিমুদ্দৌলাসহ প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।