ডাচ-বাংলা ব্যাংকের এডিসি বিভাগের ২৪ কর্মকর্তাতে দুদকে তলব

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের (এডিসি) ২৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদেরকে আগামী ২৮, ২৯ ও ৩০ জুলাই তারিখে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও এর কাছে পাঠানো দুদকের চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদক সূত্রে জানা গেছে, মীর মো. শাহারুজ্জামানসহ আরো অনেকের বিরুদ্ধে ডাচ বাংলা ব্যাংকের এটিএম ট্রানজেকশনে ডিসপিউট তৈরি করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের (ঢাকা-১) ২০২১ সালের ৯ সেপ্টেম্বরের একটি মামলার (নম্বর-২২) তদন্ত কাজের জন্য বক্তব্য শুনতে তাদেরকে ডাকা হয়েছে।
দুদকের তলব পাওয়া কর্মকর্তারা হলেন— এসভিপি মশিউর রহমান, ভিপি মোহাম্মদ আমিনুল ইসলাম, ভিপি হাবিব মাহমুদ চৌধুরী, ভিপি কাজী রিয়াজ হোসেন, এসএভিপি মোহাম্মদ সাইফুল হাসান, এসএভিপি খান মোহাম্মদ জিল্লুর রহমান, এসএভিপি বুলবুল মোরশেদ, এসএভিপি সিকদার মুহাম্মদ লাবিবুজ্জামান, এসএভিপি মাহবুবা আক্তার। তাদেরকে আগামী ২৮ জুলাই হাজির হতে বলা হয়েছে।
এসএভিপি জাকির মুরছালিন, এভিপি খায়রুল কবির, শোয়েব মোহাম্মদ, আবদুল্লাহ আল মারুফ, মোহাম্মদ নাজেমুল হক, সানাউল হক, সুমন কুমার দেব, মুহাম্মদ জামিউল আলম ও মবিনুল ইসলামকে আগামী ২৯ জুলাই হাজির হতে বলা হয়েছে। এফভিপি ইকবাল হোসেন, এভিপি মাহমুদুল হক, এসইও পাপন সেন গুপ্ত, সুমন রায়, তানভীর আহম্মেদ ও মনজুর আহমেদকে আগামী ৩০ জুলাই তলব করা হয়েছে। তারা সবাই প্রধান কার্যালয়ে কর্মরত।