শিরোনাম

South east bank ad

প্রাইম ব্যাংকের পেরোল ও ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নিবে হাতিল কমপ্লেক্স লিমিটেড

 প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

প্রাইম ব্যাংকের পেরোল ও ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নিবে হাতিল কমপ্লেক্স লিমিটেড

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি সই করেছে হাতিল কমপ্লেক্স লিমিটেড। এই চুক্তির মাধ্যমে নিজেদের আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে প্রাইম ব্যাংকের পেরোল ও ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন সেবা গ্রহণ করবে হাতিল। সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।


সম্পাদিত চুক্তি অনুযায়ী, হাতিল-এর সকল কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও প্রতিষ্ঠানটি করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর সেবা উপভোগ করতে করবে যা একইসাথে খরচ- ও সময়-সাশ্রয়ী, নিরাপদ এবং সহজ।


প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং হাতিল কমপ্লেক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান সেলিম এইচ রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।


এছাড়া আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশনের ইভিপি মোহাম্মাদ সালাউদ্দিন হাজারি; ক্যাশ ম্যানেজমেন্টের এসভিপি মো. রাশেদুল হোসেন; ভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস; কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশনের এসএভিপি মো. আবুল হাসনাত রানা; এসইও ফাহিমা নাসরিন; পেরোল ব্যাংকিং ডিভিশনের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মুশফিক আহমেদ ফাহিম; ক্যাশ ম্যানেজমেন্ট ডিভিশনের রিলেশনশিপ ম্যানেজার ফারজানা জিতু এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: