আট দাবি নিয়ে গভর্নরের সঙ্গে এবিবির বৈঠক

ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য ঋণ শ্রেণিকরণ নীতিমালা শিথিল, ঋণ খেলাপি হলে এক বছরে অবলোপন, সার্ভিস চার্জ পুনর্নির্ধারণ, গৃহ নির্মাণ ঋণসীমা বাড়ানোসহ আট দাবিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছেন ব্যাংকের প্রধান নির্বাহীরা।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর উপস্থিত ছিলেন।
ব্যাংকের প্রধান নির্বাহীদের পক্ষে ছিলেন এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মো. শিরিন, পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী, ব্যাংক এশিয়ার এমডি সোহেল আর কে হুসেইন, প্রাইম ব্যাংকের এমডি হাসান রশীদ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়।
বৈঠক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এবিবির বিভিন্ন দাবিতে দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে সভার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। এতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ কিছু বিষয়ে একমত পোষণ করে। আবার অনেক বিষয় গ্রাহক স্বার্থ বিবেচনায় এড়িয়ে যাওয়া হয়।
এবিবির আট দাবির মধ্যে রয়েছে ব্যাংকগুলোর টিয়ার-২ বন্ডের মূলধন সংগ্রহ কাঠামোয় নমনীয়তা ঋণ শ্রেণিকরণ ও নিরাপত্তা সঞ্চিতি নীতিমালায় অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) খাতে বিশেষ ছাড়, ঋণ খেলাপি হওয়ার বছরই তা অবলোপনের সুযোগ এবং চলমান ঋণ নবায়নের ক্ষেত্রে সীমার অতিরিক্ত অংশ সমন্বয়ে ৯০ দিনের অতিরিক্ত সময় ও ডিসেম্বর পর্যন্ত নবায়নের অনুমতি। এ ছাড়া ব্যাংকের জন্য নির্ধারিত সার্ভিস চার্জ বাতিল করে নিজ নিজ ব্যাংকের ওপর দায়িত্ব ছেড়ে দেওয়া, ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র যাচাইকরণে পূর্ণ স্থায়ী ঠিকানা দেখার সুযোগ এবং গৃহঋণের সর্বোচ্চ সীমা ৫ কোটি টাকায় উন্নীত করা। আর ঋণ অনুপাত সীমা ৯০ শতাংশ পর্যন্ত করা। হাইব্রিড গাড়ির ঋণে ৯০ শতাংশ পর্যন্ত ঋণের সুযোগ এবং ঋণসীমা না রাখা। আর ব্যক্তিগত ঋণের সীমা ৪০ লাখ টাকা নির্ধারণ। জামানতবিহীন ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা ৫০ লাখ টাকা নির্ধারণ করা। কিছু বিষয়ে বাংলাদেশ ব্যাংক ইতিবাচক মনোভাব দেখিয়েছে। শিগগিরই এসব বিষয়ে সার্কুলার জারি করা হবে বলে জানা গেছে।