শিরোনাম

South east bank ad

আবুল ফজলের জন্ম

 প্রকাশ: ৩০ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

আবুল ফজলের জন্ম

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আবুল ফজল (১৯০৩-১৯৮৩) প্রখ্যাত সাহিত্যিক, চিন্তক ও শিক্ষাবিদ। তার লেখায় সমাজ, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও রাষ্ট্র বিষয়ে গভীর ও স্বচ্ছ চিন্তা উঠে এসেছে। আবুল ফজল ১৯০৩ সালের ১ জুলাই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়ায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে

আবুল ফজল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৮ সালে বিএ পাস করেন। ১৯২৯ সালে তিনি বিটি পড়ার জন্য ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে ভর্তি হন। বিটি পাস করার পর ১৯৩১ সালে চট্টগ্রাম ফিরে আসেন এবং সেখানকার কলেজিয়েট স্কুলে কিছুদিন চাকরি করেন। এরপর তিনি চট্টগ্রাম সরকারি মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে চাকরি নেন। কিছুদিন পর চট্টগ্রাম কাজেম আলী বেসরকারি হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে অস্থায়ীভাবে যোগ দেন। ১৯৩৩ সালে তিনি খুলনা জেলা স্কুলে দ্বিতীয় প-িতের পদে স্থায়ীভাবে যোগ দেন।

১৯৩৭ সালে আবুল ফজল খুলনা ছেড়ে এসে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে সহকারী ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে ১৯৪১ সালে কৃষ্ণনগর কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব নেন। ১৯৪৩ সালে যোগ দেন চট্টগ্রাম কলেজে। ১৯৫৯ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এ ছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে এবং রাষ্ট্রপতির শিক্ষা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

আবুল ফজলের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- জীবনপথের যাত্রী, রাঙ্গা প্রভাত, চৌচির, আয়েশা, আবুল ফজলের শ্রেষ্ঠ গল্প, সাহিত্য সংস্কৃতি ও জীবন, সমাজ সাহিত্য রাষ্ট্র, শুভবুদ্ধি প্রভৃতি। সাহিত্যচর্চায় অবদানের জন্য এই লেখক পেয়েছেন স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, প্রেসিডেন্ট প্রাইড অব পারফরম্যান্স সাহিত্য পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার ইত্যাদি। আবুল ফজল চট্টগ্রামে ১৯৮৩ সালের ৪ মে মৃত্যুবরণ করেন।

BBS cable ad

জন্মদিন এর আরও খবর: