সারোয়ার মতিন ইমন এর শুভ জন্মদিন
সদাআলাপী,হাস্যোজ্বল, অমায়িক ব্যবহারের অধিকারী সারোয়ার মতিন ইমন । যমুনা ব্যাংকের হেড অব পাবলিক রিলেশন্স এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন হিসেবে কর্মরত আছেন।
বাবার সরকারি চাকুরীর সুবাদে ঘুরেছেন দেশময়, পড়েছেন অনেক স্কুলে। নটরডেম কলেজ এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে পড়াশুনার সময়ই ব্র্যান্ড প্রমোটর হিসেবে দেশের শীর্ষ বিজ্ঞাপনী সংস্থায় যোগ দেন।
কাজ করেছেন R TV, ম্যাক্সিমাস মোবাইল কোম্পানিতে।
২০১২ সালে মেঘনা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা হিসেবে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আগমন। ২০১৫ তে যোগ দেন যমুনা ব্যাংকে।
আজ সারোয়ার মতিন ইমন এর শুভ জন্মদিন।
bdfinancialnews24.com পরিবারের পক্ষ হতে শুভ কামনা।