শিরোনাম

South east bank ad

আজ নজরুল ইসলামের শুভ জন্মদিন

 প্রকাশ: ২৫ মে ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

আজ নজরুল ইসলামের  শুভ জন্মদিন

নজরুল ইসলাম।তিনি এমবিএ  ডিগ্রি লাভ করে   গ্লোব  শিল্প গোষ্ঠীতে জনসংযোগ ( ব্যবস্থাপক)  ও দৈনিক জনকণ্ঠ -এ  জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন ১৯৯৯ সালে

 ২০০৬ সালে তিনি  ইসলামী ব্যাংক বাংলাদেশ -এ জনসংযোগ বিভাগে যোগ দেন। জনসংযোগ ও ব্রান্ড কমিউনিকেশন  এই সেক্টরে অতি সুপরিচিত, সংকট ব্যবস্থাপনায় যিনি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়।বর্তমানে তিনি  দেশের অন্যতম বৃহৎ ব্যাংক -ইসলামী ব্যাংক বাংলাদেশ -এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও  ব্রান্ড এন্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।

 তিনি বাংলাদেশ জনসংযোগ সমিতির ইসি সদস্য ও পাবলিক রিলেশন্স এসোসিয়েশন অব ব্যাংকস (প্র্যাব) এর যুগ্ম সম্পাদক। তিনি জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্য।

আজ নজরুল ইসলামের  শুভ জন্মদিন।

bdfinancialnews24.com  পরিবারের পক্ষ হতে  শুভ কামনা।

BBS cable ad

জন্মদিন এর আরও খবর: