আজ রায়হান কাউসারের জন্মদিন
সদা হাস্যোজ্জ্বল রায়হানের আজ জন্মদিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী ক্যারিয়ার শুরু করেছিলেন রেডিও জকি ( আর জে) হিসেবে রেডিও টুডে-তে। কাজ করেছেন কয়েকটি বিজ্ঞাপনী সংস্থায়। ছিলেন বাংলালায়নে ব্র্যান্ড কমিউনিকেশন এন্ড কর্পোরেট রিলেশনশিপে সিনিয়র এক্সসিকিউটিভ হিসেবে। ২০১৫ সালে তিনি এন আর বি ব্যাংকে ব্র্যান্ড এন্ড কমিউনিকেশনে যোগ দেন। ২০২১ সালের জুলাইতে তিনি ঢাকা ব্যাংকে যোগ দেন।
bdfinancialnews24.com থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। আল্লাহ সুস্থ রাখুন,ভালো রাখুন,দীর্ঘায়ু দিন।