আজ নাজিয়া খানম কণার জন্মদিন
নাজিয়া খানম কণা বাংলা সাহিত্যের ছাত্রী। শিক্ষাজীবন শেষ করে ২০১৬ সালে যোগ দেন টিভি চ্যানেল News 24 -এ।
সাংবাদিকতার পাশাপাশি নিউজ প্রেজেন্টার ও টক শো উপস্থাপনা করেন জনপ্রিয় উপস্থাপিকা ও সংবাদপাঠিকা কণা ।
২০২০ সালে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন বিভাগে যোগ দেন, বর্তমানে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন । পাশাপাশি তিনি Channel 24 এ নিউজ প্রেজেন্টার হিসেবেও কাজ করছেন।
আজ নাজিয়া খানম কণার শুভ জন্মদিন।
bdfinancialnews24.com পরিবারের পক্ষ হতে শুভ কামনা।