South east bank ad

এক ভরি সোনা কিনতে খরচ দেড় লাখ টাকা

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

এক ভরি সোনা কিনতে খরচ দেড় লাখ টাকা

দেশের বাজারে সোনার দাম বেড়ে সর্বকালের সর্বোচ্চ স্থানে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বা‌ড়িয়ে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার নতুন মূল্য নির্ধারণ করেছে ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা। তবে মজুরি ও ভ্যাটসহ এই এক ভরি সোনা কিনতে ক্রেতাদের গুণতে হবে দেড় লাখ টাকার বেশি। আজ রোববার থেকেই দেশের বাজারে সোনার নতুন এ দাম কার্যকর হয়েছে।

এর আগে, শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৩ হাজার ৭০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৪ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৪ হাজার ১১৭ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

BBS cable ad

ক্রয়-বিক্রয় এর আরও খবর: