এক লাখেই মিলবে রয়েল এনফিল্ডের নতুন বাইক
বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রয়েল এনফিল্ড কখনো ৩৫০ সিসির নিচে কোনো সেগমেন্টে মোটরবাইক আনার কথা ভাবেনি সংস্থাটি। কিন্তু এবার ২৫০ সিসির বাইক আনার কথা ভাবতে শুরু করেছে রয়েল এনফিল্ড, যার দাম হবে এক লাখের আশপাশে।
২৫০ সিসির মোটরবাইক লঞ্চ করে গ্রাহক সংখ্যা বাড়াতে চাইছে রয়েল এনফিল্ড। সংস্থাটির ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট সেন্টারে ইতিমধ্যে ২৫০ সিসি বাইকের ডিজাইন ও ফিচার্স নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।
২৫০ সিসি সেগমেন্টে থাকবে এবিএস। এমনকি ডিজিটাল ও অ্যানালগ, দুই-ই থাকতে পারে ডিসপ্লে কনসোল-এ। ডিজাইনের দিক থেকে মিল থাকতে পারে আরই ক্ল্যাসিক ৩৫০ এবং আরই ৩৫০ বুলেটের সঙ্গে। আবার থান্ডারবার্ড রেঞ্জ ও কন্টিনেন্টাল জিটির সঙ্গেও মিল থাকতে পারে।
সামনের বছরই ২৫০ সিসির বাইক বাজারে আনতে পারে রয়েল এনফিল্ড। ভারতে এই বাইকটি বাজারে আসলে দাম হতে পারে ১ লাখ টাকার কাছাকাছি।