আমান সিমেন্টে যোগ দিলেন সৈয়দ আবু আবেদ সাহের
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আমান সিমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিলেন সৈয়দ আবু আবেদ সাহের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিষ্টিটউট অব বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রীধারী।
তিনি এর আগে হাইডেলবার্গ সিমেন্ট, বার্জার পেইন্টস, নোভার্টিস, বাটা, লোটো এবং ডোরিন গ্রুপসহ শীর্ষস্থানীয় বহজাতিক ও দেশিয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
গত বৃহস্পতিবার (৩ মার্চ) আমান গ্রুপের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম ও আমান সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল ইসলামের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এসময় সৈয়দ সাহের বলেন, জার্মান প্রযুক্তিতে আমান সিমেন্ট বছরে ৩ দশমিক ৫ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন করে। দেশের সিমেন্ট ব্যবসায় আমান সিমেন্টকে তিনি শীর্ষস্থানে পৌছে দিতে চান।