নতুন মোড়কে টাইগার সিমেন্ট
‘শক্তি ও স্থায়িত্বের বন্ধন’ শ্লোগানে আজ রোববার (৫ নভেম্বর) থেকে ‘টাইগার সিমেন্ট’ নতুন মোড়কে বাজারে এল। সঙ্গে উন্মোচন হলো নতুন পণ্য লাইন পরিবেশবান্ধব কংক্রিট প্রোডাক্ট, রেডিমিক্স পণ্য নিয়ে টাইগার কংক্রিট প্রোডাক্টস।
গতকাল শনিবার আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে ‘ব্র্যান্ড রেনোভেশন অ্যান্ড পাটনার্স মিট’ শিরোনামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টাইগার সিমেন্টের উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের চেয়ারম্যান নার্গিস আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ, পরিচালক সামাউন আহমেদ মৌসুমী, পরিচালনা পরিষদের পরিচালকসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও মো. মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।