South east bank ad

বাড়ির ছাদের সুরক্ষায় বার্জার নিয়ে এলো ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড

 প্রকাশ: ২২ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

সম্প্রতি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) বাজারে নিয়ে এসেছে ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড। বাড়ির ছাদের উপরিভাগে আদ্রতা এবং ছাদকে সুরক্ষিত রাখার সর্বাধুনিক সমাধানসমৃদ্ধ বার্জার ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড।
নতুন ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ডে আছে স্পেশাল হলোফাইবার, যা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমাতে সক্ষম। এর বিশেষ অ্যাক্রিলিক বেসড ড্রাই ফিল্ম ও উন্নত পলিয়েস্টার ফাইবারে তৈরি কোটিং ফাটল রোধ করে এবং ছাদের উপরিভাগে পানি ঢুকতে দেয় না। ফলে নিশ্চিত হয় দীর্ঘস্থায়ীত্ব, আর গ্রীষ্মকালেও ছাদ রাখে ঠাণ্ডা। বার্জার ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ডের অসাধারণ টোটাল রিফ্লেক্ট্যান্স সিস্টেম ছাদে শতকরা ৭৫ ভাগ থেকে ৮৪ ভাগ সোলার রেডিয়েশন রিফ্লেক্ট করে।
ইতোমধ্যে বার্জারের এ পণ্যটিকে একাধিক মাননিয়ন্ত্রণ কর্তৃপক্ষ স্বীকৃতি দিয়েছে। স্পেশালিস্ট টেস্টিং ও টেকনিক্যাল সার্ভিস (এসটিএটিএস) সিঙ্গাপুর দ্বারা বার্জার ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ডের প্রাথমিক সোলার রিফ্লেক্টেন্স ও থার্মাল এমিটেন্স পরিক্ষা করা হয়েছে। পরিক্ষায় ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ডের এমিটেন্স ০.৯০, সোলার রিফ্লেক্টেন্স ০.৮৪০ (৮৪.০ শতাংশ) এবং সোলার অ্যাবসরপটেন্স ০.১৬০ (১৬.০ শতাংশ) পাওয়া গেছে। এই ফলাফল পণ্যটির কোনো পৃষ্ঠের তাপমাত্রা কমানোর সক্ষমতাকে প্রমাণ করে। টিইউভি রাইনল্যান্ড বাংলাদেশ একে কার্সিনোজেনিক, মিউটেজেনিক বা বিষাক্ত থেকে পুনরুৎপাদন (সিএমআর) পদার্থ, ফর্মালডিহাইড এবং ভারী ধাতবমুক্ত বলে স্বীকৃতি দিয়েছে।
সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস এবং মার্কেটিং) মো. মহসিন হাবিব চৌধুরী বলেন, ছাদের উপরিপৃষ্ঠ প্রতিকূল আবহাওয়া, চলাফেরা এবং সময়ের সঙ্গে সঙ্গে সহজে নষ্ট হতে পারে। এ জন্য প্রচলিত দেয়ালের কোটিং যথোপযুক্ত নয়।
তিনি আরও বলেন, বার্জার সব ধরনের দেয়ালের জন্য বিভিন্ন পেইন্ট সল্যুশন তৈরি করে। আর বার্জারের বিস্তৃত ও নিবেদিত গবেষণার ফল বার্জার ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড।
বার্জার ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড একটি হাইজীন কোটিং, যা ৯৯.৯ শতাংশ জীবাণু বৃদ্ধি রোধ করতে সক্ষম বলে প্রমাণিত। ফলে এটি স্বাস্থ্যকর পরিবেশ এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে। ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড ৩.৬৪ লিটার প্যাকে সাদা, গ্রে, টাইল রেড ও সবুজ এই চারটি ভিন্ন রঙে বাজারে পাওয়া যাচ্ছে।

BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: