ঈদুল আজহা উপলক্ষ্যে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের পণ্যে ইলেকট্রো মার্টের বিশেষ ছাড়
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কনজিউমার ইলেকট্র্রনিকস এবং হোম অ্যাপ্লায়েন্সেস কোম্পানি ইলেকট্রো মার্ট গ্রাহকদের বিশেষ ছাড় দিচ্ছে।
ইলেকট্রো মার্টের গ্রাহকরা তাদের নিকটতম শোরুম, অনলাইন অর্ডার কিংবা নিকটস্থ ডিলার শোরুম থেকে তাদের পছন্দসই পণ্য কিনে এসব অফার উপভোগ করতে পারবেন।
কনকা ও হাইকো রেফ্রিজারেটর/ফ্রিজার, গ্রি এয়ার কন্ডিশনার, গ্রি এয়ার কুলার, গ্রি এয়ার পিউরিফায়ার, গ্রি এয়ার কার্টেন, গ্রি ডিহিউমিডিফায়ার, গ্রি ওয়াটার ডিপেনসার, কনকা ওয়াশিং মেশিন, কনকা মাইক্রোওয়েভ ওভার, কনকা রাইস কুকার এবং কনকা প্রেসার কুকার কিনলেই পাবেন এ বিশেষ ছাড়।
ইলেকট্রো মার্ট শোরুম ও অনুমোদিত ডিলার পয়েন্টগুলো থেকে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের পণ্যগুলো কেনার সময় গ্রাহক মোবাইলে এসএমএসের মাধ্যমে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার পাবেন।
এছাড়া রয়েছে কনকা ও হাইকো ব্র্যান্ডের পণ্য কেনায় ৪০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অথবা এসএমএসের মাধ্যমে ফ্রি রেফ্রিজারেটর বা ফ্রিজার, এসি ও টিভি জেতার সুযোগ।
আরও রয়েছে জিপি স্টার, রবি ধন্যবাদ এবং বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা নগদ কেনার ওপর পাবেন ১৫ শতাংশ ক্যাশব্যাক। সিটি ব্যাংক অ্যামেক্স কার্ড, ইবিএল, এবি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাস্টার কার্ড থাকলে নগদ ক্রয়ের ওপর ৪০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে।
থাকছে কোনো সুদ ছাড়াই ১২ মাসের ইএমআই সুবিধা। দেশজুড়ে এরই মধ্যে অসংখ্য গ্রাহক ৪০ শতাংশ ক্যাশব্যাক ও ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারে রেফ্রিজারেটর/ফ্রিজার, এসি ও টিভি পেয়েছেন।