মীনা বাজার ও হায়ার বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই
জেমকন গ্রুপের ব্যবসায়িক অঙ্গসংস্থান মীনা বাজারের সঙ্গে সম্প্রতি হায়ার বাংলাদেশ লিমিটেডের সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে উন্মোচিত হলো হায়ার প্রেজেন্টস ‘মীনা বাজার ঈদ ডাবল ডিলাইট’ ক্যাম্পেইন।
এ চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ লিমিটেডের ডিএমডি ওয়াং জিয়াংজিং, মার্কেটিং প্রধান সাব্বির আহমেদ এবং অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার জামাল হোসেন। আরও উপস্থিত ছিলেন মীনা বাজারের সিইও শাহীন খান, অপারেশন হেড শামিম আহমেদ জায়গীরদার এবং ব্র্যান্ড ও কমিউনিকেশন ম্যানেজার তাসনিম হোসেন।
এ চুক্তির আওতায় ঢাকা এবং চট্টগ্রামে অবস্থিত মীনা বাজারের সব আউটলেটের ক্রেতারা মীনা বাজারের যেকোনো আউটলেট অথবা হোম ডেলিভারি থেকে ২ হাজার টাকার বেশি মূল্যের বাজার করলেই পাবেন হায়ার বাংলাদেশের যেকোনো পণ্যের ওপর ১ হাজার টাকা মূল্যের ডিসকাউন্ট কুপন, সঙ্গে আরও আছে লটারির মাধ্যমে নির্বাচিত ২০ জন ক্রেতার জন্য হায়ার বাংলাদেশের পক্ষ থেকে আকর্ষণীয় মূল্যবান উপহার।