বিশ্বকাপ অফার উদ্বোধন র্যাংগস ইলেকট্রনিকসের
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড র্যাংগস এলইডি টিভির সুবিশাল লাইনআপ নিয়ে বিশ্বকাপ অফার উদ্বোধন করেছে।
প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন, ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন ও উপব্যবস্থাপনা পরিচালক বিনাস হোসেন ক্যাম্পেইনের উদ্বোধন করেন। সব পণ্যের জন্য এক্সক্লুসিভ ডিসকাউন্টের পাশাপাশি গ্রাহকরা দুই বছরের পরিবর্তে সনি, এলজি ও র্যাংগস এলইডি টিভির বিভিন্ন মডেলের জন্য চার বছরের প্যানেল ওয়ারেন্টি পাবেন। এছাড়া প্লে ও স্কোর অফারে সাড়ে ৭ হাজার টাকা পর্যন্ত তাত্ক্ষণিক নগদ ছাড় পাবেন।