দিনাজপুরে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
লংকাবাংলা ফাউন্ডেশন দিনাজপুর জেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। গতকাল সদর উপজেলায় বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দিনাজপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মো. রেজা হুমায়ুন ফারুক চৌধুরী (শামীম) এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শামীম আল মামুন শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় দিনাজপুর সদর পুলিশ স্টেশনের ওসি মো. তানভিরুল ইসলাম, লংকাবাংলা ফাইন্যান্সের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মো. জহুরুল ইসলাম, দিনাজপুর ব্রাঞ্চ ম্যানেজার (ভারপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন, সিএমএসএমই ফাইন্যান্স বগুড়া নর্থ ক্লাস্টার হেড মো. মিজানুর রহমান, রাজশাহী ব্রাঞ্চ ম্যানেজার মো. মহিবুল হাসান সজল এবং বগুড়া ব্রাঞ্চ ম্যানেজার মো. আবু রেজা আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।