শুন শিং গ্রুপ বাংলাদেশ অপারেশনসের বোর্ড পর্যায়ের নিয়োগ

সম্প্রতি হংকংভিত্তিক প্রতিষ্ঠান শুন শিং গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেড তাদের বাংলাদেশ অপারেশনসের জন্য বোর্ড পর্যায়ে নতুন নিয়োগ দিয়েছে।
গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইকরাম আহমেদ খান শুন শিং গ্রুপ বাংলাদেশ অপারেশনসের চেয়ারম্যান এবং শেখ রায়হান আহমেদ ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন।
এছাড়া তাহমিনা আহমেদ শুন শিং গ্রুপ বাংলাদেশ অপারেশনসের ব্যবস্থাপনা পরিচালক এবং সাকিব পাশা উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
গ্রুপটির বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে। সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিংস সিমেন্ট শুন শিং গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেডের সিগনেচার ব্র্যান্ড।