South east bank ad

কোকা-কোলার এসডব্লিউএ অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট বিজয় বাতিজা

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

কোকা-কোলার এসডব্লিউএ অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট বিজয় বাতিজা

কোকা-কোলার দক্ষিণ-পশ্চিম এশিয়া (এসডব্লিউএ) অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি অপারেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন অজয় বিজয় বাতিজা। দ্য কোকা-কোলা কোম্পানির সঙ্গে অজয়ের ক্যারিয়ারের বয়স প্রায় ২৪ বছর। মার্কেটিং ও ফ্র্যাঞ্চাইজি বিষয়ে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।

১৯৯৯ সালে হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস প্রাইভেট লিমিটেডের (এইচসিসিবিপিএল) ফ্রন্ট লাইন সেলস টিমের সঙ্গে অজয়ের পেশাদার জীবনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির মধ্যে বিভিন্ন ভূমিকায় ধারাবাহিকভাবে উন্নতি করেছেন তিনি। ২০০৫ সালে তিনি সাবকো ভিয়েতনামের মেকং ডেল্টা অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার পদে কর্মরত ছিলেন। এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকালে তিনি বিক্রয় বাড়ানোর জন্য সেলস অপারেশন এবং রাউট-টু-মার্কেট কৌশলের নেতৃত্ব দেন।

কোকা-কোলার ডিরেক্টর মার্কেটিং হিসেবে তিনি ভারতে ফেরত আসেন এবং যুগান্তকারী ‘শেয়ার আ কোক’ ক্যাম্পেইনটি তার নেতৃত্বে পরিচালিত হয়। তিনি প্রথমবারের মতো সফলভাবে ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার (আইএনএসডব্লিউএ) বাজারে কোকা-কোলা জিরো সুগার চালু করেন। 

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: