একদিনের বেতনের অর্থ বন্যার্তদের দিচ্ছে ইউএস-বাংলার কর্মীরা
দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায় সর্বস্তরের জনগণের সঙ্গে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। ইউএস-বাংলার পাইলট, ইঞ্জিনিয়ার, কেবিন ক্রুসহ সকল কর্মকর্তা-কর্মচারি আগস্ট মাসের বেতনের একদিনের সমপরিমান অর্থ বন্যার্তদের জন্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
যেকোনো প্রাকৃতিক বিপর্যয়কালীন সময়ে ইউএস-বাংলা পূর্বের ন্যায় এবারও দেশের জনগনের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। এখানে উল্লেখ্য ইউএস-বাংলা এয়ারলাইন্সে তিন হাজারের অধিক দেশি-বিদেশি কর্মকর্তা কর্মচারি রয়েছেন।