বিশ্বের সর্বোচ্চ পরিবেশবান্ধব গ্যাসসমৃদ্ধ এসি এনেছে ওয়ালটন
বিশ্বের সর্বোচ্চ পরিবেশবান্ধব আর-২৯০ গ্যাসসমৃদ্ধ ইকোজোন সিরিজের নতুন মডেলের এসি বাজারে এনেছে ওয়ালটন।
গতকাল আনুষ্ঠানিকভাবে এ এসির বাজারজাত কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এমডি এসএম মাহবুবুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক এসএম ফেরদৌস আলম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক, ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ মোহাম্মদ ফয়সাল, বিএসটিআইয়ের পরিচালক মো. নুরুল আমিন প্রমুখ।