ঢাকা ব্যাংক ও আইসিএমএবির মধ্যে এমওইউ স্বাক্ষর
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সদস্যদের আর্থিক অভিজ্ঞতা উন্নত করতে ঢাকা ব্যাংক পিএলসির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর অধীনে আইসিএমএবি সদস্যদের জন্য একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করবে ঢাকা ব্যাংক। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানে এমডি শেখ মোহাম্মদ মারুফ এবং আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ঢাকা ব্যাংকের এএমডি একেএম শাহনওয়াজ ও ডিএমডি মো. মোস্তাক আহমেদ এবং আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট মো. আখতারুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।