চাঁদপুরে ওয়ান ব্যাংকের ১১৩তম শাখা উদ্বোধন

ওয়ান ব্যাংক পিএলসির ১১৩তম শাখা হিসেবে ‘চাঁদপুর শাখা’র কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের এসইভিপি ও হেড অব ব্র্যাঞ্চ ডিস্ট্রিবিউশন খন্দকার রাশেদ আখতার জামান গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন শাখাটি উদ্বোধন করেন। এ সময় ওয়ান ব্যাংকের ইভিপি ও অপারেশনস ইনচার্জ মো. জাহিদুল ইসলাম, ইভিপি ও হেড অব রিটেইল ব্যাংকিং মোহাম্মদ শহীদ উল হক, এসভিপি ও হেড অব এসএমই বিজনেস আবদুস সামাদ, এসভিপি ও সিনিয়র ম্যানেজার (মানবসম্পদ) মো. সাব্বির শওকত হায়াত এবং ভাইস প্রেসিডেন্ট ও এস্টাবলিশমেন্ট অ্যান্ড সেন্ট্রাল সাপোর্ট ইনচার্জ কাজী মোহাম্মদ ফোরকান উপস্থিত ছিলেন। এছাড়া আমন্ত্রিত অতিথি ও গ্রাহকদের মধ্যে ছিলেন স্থানীয় ব্যবসায়ী মো. মোশারফ হোসেন, ওমেন চেম্বার অ্যান্ড কমার্স, চাঁদপুরের সভাপতি মনিরা আখতার এবং চাঁদপুর জুয়েলারি সমিতির সভাপতি মোহাম্মাদ তৈয়ব আলী।