ফ্রিল্যান্সারদের ব্যাংকিং সেবা দিতে প্রাইম ব্যাংক ও বিডিএফডিএসের মধ্যে চুক্তি স্বাক্ষর

ফ্রিল্যান্সারদের জন্য দ্রুত ও ঝামেলামুক্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিডিএফডিএস) সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী এবং বিডিএফডিএস চেয়ারম্যান ড. তানজিবা রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের এসভিপি আহমেদ মাসুদুল গনি এবং বিডিএফডিএসের সিনিয়র ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন জয়সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংক ‘প্রাইম ফ্রিল্যান্সার ইআরকিউ অ্যাকাউন্ট’ চালু করবে, যেখানে ফ্রিল্যান্সারদের জন্য রয়েছে প্রথম বছর ফ্রি ইউএসডি আন্তর্জাতিক ডেবিট কার্ড, মেইনটেন্যান্স ফি ছাড়াই অ্যাকাউন্ট পরিচালনা এবং সম্পূর্ণ ফ্রি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।