উত্তরা ব্যাংকের ৪২তম এজিএম অনুষ্ঠিত

উত্তরা ব্যাংক পিএলসির ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্লাটফর্মে গতকাল আয়োজিত এ সভায় ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা এবং ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি ও সিইও (ভারপ্রাপ্ত) মাকসুদুল হাসানসহ অন্য পরিচালকরা।