প্রাইম ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রাইম ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে দিনব্যাপী ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি মিলনায়তনে গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং ৪৫টি তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক ও অফিস প্রধান হুসনে আরা শিখা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা ও সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল ওহাব। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও স্কুল ব্যাংকিং হেড এমএম মাহবুব হাসান, আঞ্চলিক প্রধান মো. আব্দুল হালিম প্রমুখ।