এক্সিম ব্যাংকের মাধবদী শাখা এখন নতুন ঠিকানায়

এক্সিম ব্যাংকে পিএলসির মাধবদী শাখা আরো বৃহৎ পরিসরে নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শাখা প্রাঙ্গণে (নরসিংদীর মাধবদী বাজার) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এমডি (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং প্রধান সঞ্জীব চ্যাটার্জী এবং মাধবদী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলী আশরাফ খানসহ আমন্ত্রিত অতিথিরা।