সোশ্যাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
এর আওতায় ব্যাংকের কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন সেবায় ১০-২০ শতাংশ পর্যন্ত ছাড়সহ নানা সুবিধা পাবেন। এ উপলক্ষে সম্প্রতি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ডিএমডি মো. নাজমুস সায়াদাত। এ সময় ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের এমডি ডা. আহমেদ জাহিদ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।