সিপিডিএল আহমেদ ফোরাম পল্টনে পূবালী ব্যাংকের ইসলামি কর্পোরেট শাখা উদ্বোধন

রাজধানী ঢাকার কেন্দ্রস্থল পুরানা পল্টনে অবস্থিত সিপিডিএল-এর বাণিজ্যিক প্রকল্প আহমেদ ফোরাম পল্টন-এ পূবালী ব্যাংকের নতুন ইসলামি ব্যাংকিং কর্পোরেট শাখা্র উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ মে) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহ নেওয়াজ খান, হেড অব ব্রাঞ্চ মো. জাহিদ হোসেন ও অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন সহ সিপিডিএল পরিবারের সদস্যরা।
সিপিডিএল আহমেদ ফোরাম পল্টন-এর পুরো ভবনটিই ব্যবসা শুরুর জন্য একটি স্মার্ট স্পেস হিসেবে পরিকল্পিত, যা ‘পুরান ঢাকা’ এবং ‘নতুন ঢাকা’র সংযোগস্থল পল্টনে অবস্থিত।
এ বাণিজ্যিক ভবনটি ইতোমধ্যেই বিভিন্ন কর্পোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের দৃষ্টি কেড়েছে। এর সামনে প্রশস্ত সড়ক, আধুনিক অবকাঠামো, ডাবল বেসমেন্ট পার্কিং, কার লিফট, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এটিকে একটি হাই-রিটার্ন বিজনেস লোকেশন হিসেবে গড়ে তুলছে।
সিপিডিএল জানায়, পূবালী ব্যাংকের নতুন শাখা উদ্বোধনের মধ্য দিয়ে সিপিডিএল আহমেদ ফোরাম পল্টনের সম্ভাবনাময় বাণিজ্যিক ভবিষ্যতের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সিপিডিএল দেশের অন্যতম বিশ্বাসযোগ্য এবং নান্দনিক প্রকল্প উন্নয়নকারী প্রতিষ্ঠান যা বরাবরের মতো নগরায়ণ ও বাণিজ্যিক আবাসনখাতে গুণগত উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।