ঢাকা ব্যাংকের পক্ষ থেকে আড়াইহাজার থানায় দুটি টহল গাড়ি হস্তান্তর
ঢাকা ব্যাংক পিএলসির পক্ষ থেকে অনুদান হিসেবে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় দুটি টহল গাড়ি হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান ও এমডি (চলতি দায়িত্ব) একেএম শাহনওয়াজ আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. মেহেদী ইসলাম এবং আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিনের কাছে গাড়ি দুটির চাবি হস্তান্তর করেন।


