গ্রামীণফোন ও রবি আজিয়াটার আয় বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের দুই বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ও রবি আজিয়াটা পিএলসির ব্যবসা থেকে আয় চলতি ২০২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের তুলনায় বেড়েছে। এ সময়ে গ্রামীণফোনের আয় বাড়লেও নিট মুনাফার পরিমাণ কমে গেছে। তবে আয়ের পাশাপাশি এ সময়ে রবি আজিয়াটার নিট মুনাফাও বেড়েছে। কোম্পানি দুটির চলতি ২০২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে গ্রামীণফোনের আয় হয়েছে ১১ হাজার ৯৪৮ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২ হাজার ১১০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ১ দশমিক ৩৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ হাজার ২৬৪ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ হাজার ৯৫৫ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২৩ দশমিক ৩৮ শতাংশ।
এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোনের আয় কিছুটা বাড়লেও নিট মুনাফা কমেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৪ হাজার ১০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ হাজার ৯৫৪ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৫১ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৫৫ কোটি টাকা।
গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘বছরের শুরুতে আমাদের একটি দৃঢ় অঙ্গীকার ছিল, আমরা দায়িত্বশীলভাবে প্রবৃদ্ধি অর্জন করব এবং খরচের দক্ষতা বজায় রাখব। গর্বের সঙ্গে বলতে পারি, আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি। আমাদের কার্যকর দক্ষতা বৃদ্ধির উদ্যোগ এবং ব্যয় নিয়ন্ত্রণের প্রচেষ্টা শক্তিশালী ইবিআইটিডিএ প্রবৃদ্ধিতে সহায়ক হয়েছে। আর্থিক শৃঙ্খলা বজায় রেখেও আমরা যে প্রবৃদ্ধি অর্জন করতে পারি এটি তারই প্রতিফলন।’
টেলিযোগাযোগ খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ৭ হাজার ৪০৭ কোটি টাকা আয় করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ হাজার ৫৯৫ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬২৫ কোটি টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪০৩ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫৫ শতাংশ।
এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে রবি আজিয়াটার আয় হয়েছে ২ হাজার ৫১১ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ হাজার ৪৭৪ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৪২ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮৯ কোটি টাকা।
কোম্পানির আর্থিক ফলাফল সম্পর্কে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, ‘তুলনামূলকভাবে অর্থনৈতিক অবস্থা ভালো থাকায় রবির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল তৃতীয় প্রান্তিকের ফলাফল থেকে ভালো ছিল। তাছাড়া দীর্ঘায়িত বর্ষাকাল গ্রাহকদের টেলিকম সেবা গ্রহণে খরচের ওপর প্রভাব ফেলেছে। তবে আমাদের ব্যয় ব্যবস্থাপনা কার্যক্রমে বেশ ভালো অগ্রগতি হয়েছে, যা আমাদের টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে। এ নিয়ে আমরা সন্তুষ্ট এবং ভবিষ্যতের গতিপথ নিয়েও আত্মবিশ্বাসী।’


