প্রাইম ব্যাংক ও বাউয়ার্কের মধ্যে চুক্তি স্বাক্ষর
এখন থেকে প্রাইম ব্যাংক পিএলসির সমন্বিত পেরোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে বাউয়ার্ক লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব এমার্জিং মার্কেট মো. আসিফ বিন ইদ্রিস এবং বাউয়ার্ক লিমিটেডের চেয়ারম্যান জুলিয়ান অ্যান্ড্রিন ওয়েবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে আরো উপস্থিত ছিলেন ইভিপি ও রিজিওনাল হেড (ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক) মো. এনামুল কবির, ভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস, ভিপি ও টিম হেড (এমার্জিং মার্কেট) মোহাম্মদ জুবায়ের, এভিপি ও রিলেশনশিপ ম্যানেজার (এমার্জিং মার্কেট) এইচএম মামুন এবং এফএবিপি ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (পেরোল ব্যাংকিং) রবিউল আলম ইস্কান্দার। অন্যদিকে বাউয়ার্ক লিমিটেডের পক্ষে ছিলেন হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ও কোম্পানি সচিব মো. হুমায়ুন কবির, জিএম নালিন কৌরা এবং এইচআর ও অ্যাডমিন ম্যানেজার মো. জিশান রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


