ক্যাস্ট্রলের ৬৫ শতাংশ শেয়ার বিক্রি করছে বিপি
জ্বালানি তেল কোম্পানি ক্যাস্ট্রলের ৬৫ শতাংশ শেয়ার বিক্রি করতে সম্মত হয়েছে প্যারেন্ট কোম্পানি বিপি। ৬০০ কোটি ডলারের বিনিময়ে শেয়ারের এ হিস্যা কিনবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রাইভেট ইকুইটি কোম্পানি স্টোনপিক। চুক্তিতে ক্যাস্ট্রলের মোট মূল্য ধরা হয়েছে ১ হাজার ১০ কোটি ডলার। শেয়ার বিক্রির অর্থ দিয়ে ঋণ কমানোর পরিকল্পনা নিয়েছে ব্রিটিশ কোম্পানিটি। খবর ও ছবি রয়টার্স


