সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে প্রশাসক দলের মতবিনিময়
সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার ও উপশাখা ইনচার্জদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেছে প্রশাসক দল। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জুম প্লাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ব্যাংকের প্রশাসক মো. সালাহ উদ্দীন। সভায় সহযোগী প্রশাসক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. রাশেদুল ইসলাম ও যুগ্ম পরিচালক রওশন আক্তার। এ সময় অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা।


