প্রাইম ব্যাংক লিমিটেড এর সাবেক পরিচালক ক্যাপ্টেন ঈমাম আনোয়ার হোসেনের ইন্তেকাল

প্রাইম ব্যাংক লিমিটেড এর সাবেক পরিচালক ক্যাপ্টেন ঈমাম আনোয়ার হোসেন বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
এই গুণী ও শ্রদ্ধাভাজন অভিভাবকের প্রয়াণে পুরো প্রাইম ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী ও ব্যাংকের মাননীয় সাবেক পরিচালক মিসেস নাসিম আনোয়ার হোসেন, এক পুত্র, দুই কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রাইম ব্যাংক তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।