South east bank ad

চিত্রনায়ক ওয়াসিম এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

চিত্রনায়ক ওয়াসিম এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায়
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, ওয়াসিম ছিলেন ঢাকাই সিনেমার এক সময়ের সুপারস্টার নায়ক। তিনি বেশ কয়েকটি সুপারহিট ছবি উপহার দেয়াসহ সর্বমোট ১৫২টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তাঁর মৃত্যু বাংলা চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর অভিনয়ের মধ্য দিয়ে এদেশের চলচ্চিত্রপ্রেমী মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবেন।

উল্লেখ্য, চিত্রনায়ক ওয়াসিম শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: