বরেণ্য শিক্ষাবিদ আব্দুল মালেক মাষ্টার আর নেই

এম মিরাজ হোসাইন (ভোলা):
বরেণ্য শিক্ষাবিদ ও হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক,গুপ্তগঞ্জ বাজার নিবাসী জনাব আব্দুল মালেক মাষ্টার আজ ৪ই মে বরিশাল পপুলার ডায়াগানষ্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এমন শিক্ষাবিদের মৃত্যুতে শিক্ষক সমাজ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
আগামীকাল সকাল ১০টায় দৌলতখান ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
অতএব, সকল ধর্মপ্রাণ মুসল্লীয়ানে কেরামগণ উক্ত জানাজায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।