South east bank ad

সাবেক সংসদ সদস্য মেরাজ মোল্লার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

 প্রকাশ: ১০ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

সাবেক সংসদ সদস্য মেরাজ মোল্লার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য (পবা-মোহনপুর আসন) বীর মুক্তিযোদ্ধা আলহাজ মেরাজ উদ্দিন মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার গত ২৮ এপ্রিল করোনা শনাক্ত হয়। পরে নেগেটিভ আসে।

অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: