ত্রিশালের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান শামসুজ্জামান ফকির আর নেই

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ত্রিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আ.ন.ম ফারুকের শশুর আলহাজ্ব শামসুজ্জামান ফকির (৮০) আর নেই।
বৃহস্পতিবার (মার্চ ১০) দুপুর ১২টায় নিজ বাড়ীতেই ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
মরহুম শামসুজ্জামান ফকির ইতিপূর্বে উপজেলার সাখুয়া ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
মরহুমের জানাযার নামাজ ১০ মার্চ বাদ মাগরিব উপজেলার সাখুয়া ফকির বাজার হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
পরে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।
শামসুজ্জামান ফকিরের মৃত্যুতে ত্রিশাল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক মহল শোক প্রকাশ করেছেন।