লিভার ক্যানসারে ডিএমপির পরিদর্শক সফিকুলের মৃত্যু

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সের পুলিশ পরিদর্শক (শওযা) মোহাম্মদ সফিকুল ইসলাম লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।
গতকাল শক্রবার (১১ মার্চ) সকাল ৬টা ২৮ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম শোক জানিয়েছেন।
২০০১ সালে মোহাম্মদ সফিকুল ইসলাম পুলিশে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মোহাম্মদ সফিকুল ইসলাম ১৯৭৬ সালের ১৭ জুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নিমায়কা শাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল মজিদ।