ক্যান্সারে আক্রান্ত ছাত্রলীগ নেতা রহুল আমিন আর নেই

মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):
ঘাতক ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত ময়মনসিংহের গৌরীপুরের সাবেক ছাত্রলীগ নেতা এইচ এম রহুল আমিন (২৭) আর নেই। তিনি সোমবার দিনগত রাত তিনটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ (১৫ মার্চ) মঙ্গলবার বিকাল তিনটায় স্থানীয় চন্দ্রপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা নামাজ শেষে মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
নিহত রুহল আমিন উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ইউপি মেম্বার চরশ্রীরামপুর গ্রামের আবুল কালামের বড় ছেলে। তিনি ডৌহাখলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শেষে আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিলেন।
ব্যক্তিগত জীবনে রহুল আমিন ছিলেন অবিবাহিত। এদিকে রহুল আমিনের অকাল মৃত্যুতে সর্বত্রই বিরাজ করছে শোকের ছায়া। এমন মৃত্যু মেনে নিতে পারছেনা তার পরিবারের সদস্যসহ সহপাঠি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন।
নিহতের চাচা আওয়ামী লীগ নেতা রমজান আলী মুক্তি জানান, প্রায় দুই বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
রহুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খানসহ আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।