South east bank ad

আবৃত্তিশিল্পী হাসান আরিফ আর নেই

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

আবৃত্তিশিল্পী হাসান আরিফ আর নেই

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আবৃত্তিশিল্পী হাসান আরিফ মারা গেছেন। রাজধানীর বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১টা ৫০ মি‌নি‌টে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গোলাম কুদ্দুস বলেন, ক‌য়েক সপ্তাহ ধ‌রে লাইফ সাপো‌র্টে ছি‌লেন হাসান আরিফ। তার মর‌দেহ এখনো হাসপাতা‌লে রয়েছে। দাফ‌নের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়‌নি।

দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগছিলেন হাসান আরিফ। করোনায় আক্রান্ত হলে গত বছরের শেষের দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিনি দীর্ঘদিন ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

এই আবৃত্তিশিল্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ছিলেন হাসান আরিফ। তার বয়স হয়েছিল ৫৬ বছর। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনগুলোতে সক্রিয় ছিলেন তিনি।

BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: